প্রকাশিত: Tue, Nov 7, 2023 10:03 PM আপডেট: Sat, Dec 6, 2025 4:13 PM
[১]দেশ ও জাতির স্বার্থে অবরোধ সফল করার আহ্বান জানিয়েছে জামায়াত
জুবাইদা জেরিন: [২] সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বুধবার থেকে শুরু হচ্ছে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। দুই দিনের এই অবরোধ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করে তোলার আহ্বান জানিয়েছে দলটি।
[৩] বিবৃতিতে বলা হয়, কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার দেশব্যাপী দমন-পীড়ন অব্যাহত রেখেছে। নানা ষড়যন্ত্র ও কূটকৌশল অবলম্বন করে বিরোধীদলের সাংবিধানিক, গণতান্ত্রিক ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে। বিরোধীদলের শীর্ষস্থানীয় নেতাদের জেলে বন্দি রেখে আন্দোলন দমনের ঘৃণ্য চক্রান্ত করা হচ্ছে।
[৪] বিবৃতিতে আরও বলা হয়, অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটকিয়ে রাখা হচ্ছে। বিরোধীদলকে নেতৃত্ব শূন্য করে একতরফা নির্বাচনের প্লট তৈরি করা হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। জালিম সরকারের নিষ্ঠুর ও অকথ্য নির্যাতনের শিকার মজলুম জনতার পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, অতীতের মত ছলেবলে ও কৌশলে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার এবারও ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্ত করছে। একতরফা নির্বাচনের যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে, ইনশাআল্লাহ। সম্পাদনা: তারিক আল বান্না